当前位置:首页 >आज तक लाइव >Tollywood Actresses Qualification: শ্রাবন্তী মাধ্যমিক, স্বস্তিকা-শুভশ্রী সহ টলি নায়িকাদের পড়াশোনা কতদূর? 正文

Tollywood Actresses Qualification: শ্রাবন্তী মাধ্যমিক, স্বস্তিকা-শুভশ্রী সহ টলি নায়িকাদের পড়াশোনা কতদূর?

来源:लाड़ली लक्ष्मी योजना mp   作者:आज की बारिश   时间:2023-11-29 15:44:52
তারকা মানেই মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার অভিনেত্রীদের (Tollywood Actresses) জীবনে কখন কী ঘটছে,শ্রাবন্তীমাধ্যমিকস্বস্তিকাশুভশ্রীসহটলিনায়িকাদেরপড়াশোনাকতদূর তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। অনেকেই জানতে চান তাদের পছন্দের নায়িকার শিক্ষাগত যোগ্যতা কতটা।অনেকেরই অজানা বহু টলি ক্যুইনরা অভিনয়ের পাশাপাশি শিক্ষাগত দিক দিয়েও বেশ এগিয়ে। আবার কারও ইন্ডাস্ট্রিতে আসাটাই ছিল স্বপ্ন, এজন্যে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি না। আসুন জানা যাক নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম সারির কয়েকজন টলি নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন। সংবাদের শিরোনামে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তিনি সারদা বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছেন।অভিনেত্রী- সাংসদ নুসরত জাহানও আলোচনায় থাকেন গত প্রায় এক বছর ধরে। তিনি ভবানীপুর কলেজ থেকে বি.কম (অনার্স)-পাশ করেছেন।আরেক সাংসদ নায়িকা মিমি চক্রবর্তী আশুতোষ কলেজ থেকে বি.এ স্নাতক।টলি থেকে বলি, দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত 'ঠোঁটকাটা' নামে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্বস্তিকা।শুভশ্রী গঙ্গোপাধ্যায় লখনউয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েল। বর্তমানে তিনি বড় পর্দার পাশাপাশি, ওটিটি প্ল্যাটফর্মের একাধিক কাজ নিয়ে ব্যস্ত। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।গোখেল মেমোরিয়াল কলেজ থেকেফিজিওলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রায়ই চর্চায় থাকেন শ্রীলেখা মিত্র। জয়পুরিয়া কলেজ ইংরাজীতে স্নাতক অভিনেত্রী। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করলেও, তা শেষ করতে পারেননি একটি পাঁচতারা হোটেলে চাকরিতে যোগ দিয়ে। অভিনেত্রী পাওলি দাম, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের অন্তর্গতরাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন। কলকাতার লরেটো কলেজ থেকে এমবিএ পড়েছেন রুক্মিণী মৈত্র।

标签:

责任编辑:आईपीएल 2023 पॉइंट्स टेबल

全网热点